Wednesday, 22 November 2017

Photography Tutorial: মুভমেন্ট ফটোগ্রাফি

Photography Tutorial: মুভমেন্ট ফটোগ্রাফি

ছবি উঠানোর সময় হাত এবং ক্যামেরা স্থির রাখবেন, সম্ভব হলে ট্রাইপড ব্যবহার করবেন অথবা কোথাও ঠেস দিয়ে দাড়াবেন, বেশি সাটার স্পিড ব্যবহার করবেন, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করবেন এসব কথা শুনেই আপনি অভ্যস্থ। এর বিপরীত দিক কি কখনো ভেবে দেখেছেন। ছবি উঠানোর সময় ইচ্ছে করে ক্যামেরা নাড়ানো। ফটোগ্রাফিতে এর নাম মুভমেন্ট ফটোগ্রাফি। মুল বিষয় হচ্ছে সাটার স্পিড কম ব্যবহার করবেন যেন বেশি সময় ধরে এক্সপোজার পাওয়া যায়। যতক্ষন সাটার খোলা থাকবে সেই সময়ে ক্যামেরা নাড়াবেন। আলোর যায়গাগুলি একধরনের গতিশীল আলোকপথ তৈরী করবে। একেবারে অনিয়ন্ত্রিতভাবে কাজটি না করে একেই নিজের পছন্দমত কাজে ব্যবহার করতে পারেন। যেমন জুম ইফেক্ট। Aperture Priority মোড সিলেক্ট করুন। এপারচার ২২ সেট করুন। যে বিষয়ের ছবি উঠাবেন সেখানে ফোকাস করুন। সাটার রিলিজ চেপে ছবি উঠানোর সময় দ্রুত জুম কম বা বেশি করুন। আলোকরশ্মির ইফেক্ট পাবেন এরফলে। অথবা ব্যবহার করতে পারেন রোটেশন ইফেক্ট। ছবি উঠানোর সময় ক্যামেরা বৃত্তকারে ঘুরান, অথবা আপনি নিজেই ক্যামেরা সহ ঘুরুন। হয়ত স্পষ্ট বিষয় পাবেন না কিংন্তু রঙের বৈচিত্র থাকলে মজাদার কিছু পাবেন। উদাহরনের ছবিটি মাথার ওপর বড়বড় গাছের। অথবা বাগানে ফুলের ছবি উঠানোর সময় সাটার স্পিড একেবারে কমিয়ে ইচ্ছেমত ক্যামেরা ঘুরান। একেবারে ভিন্ন ধরনের ছবি পাবেন। ক্যামেরা ওপরে নিচে করে আরেকধরনের ইফেক্ট পেতে পারেন। জুম ইফেক্ট এর জন্য এসএলআর অথবা জুম-রিং ব্যবহার করা যায় এমন ক্যামেরা প্রয়োজন হবে। অন্য ইফেক্টগুলি ব্যবহার করা যাবে যে কোন ক্যামেরায়। ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ফটোগ্রাফি ভাল ছবি উঠানোর নিয়ম-কানুন কখন কোন মোডে ছবি উঠাবেন সঠিক এক্সপোজার ব্যবহার ট্রাইপড কেন ব্যবহার করবেন ফ্লাশ কখন ব্যবহার করবেন না ডেপথ অব ফিল্ড ব্যবহার জেপেগ বনাম র মোড প্যানোরমা ছবি উঠানোর নিয়ম পোর্ট্রেট ফটোগ্রাফির নিয়ম ফোকাল লেন্থ, এঙ্গেল অব ভিউ এবং নানা ধরনের লেন্স ক্যামেরা ব্যাগ – কি দেখে কিনবেন সঠিক রঙের জন্য হোয়াইট ব্যালান্স মুভমেন্ট ফটোগ্রাফি ফটোগ্রাফির জন্য দৃষ্টিভঙ্গি ফটোগ্রাফির জন্য এডবি লাইটরুম ফটোগ্রাফি থেকে আয় ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহারের নিয়ম ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার, মিটারিং মোড ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার ডিজিটাল ক্যামেরার ফার্মঅয়্যার আপগ্রেড করা ক্যানন ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার এইচডিআর ফটোগ্রাফি

No comments:

Post a Comment

Thank You